ভ্রমণ নিয়ে স্ট্যাটাস - ভ্রমণ নিয়ে উক্তি
প্রিয় পাঠক, আপনি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস,ভ্রমণ নিয়ে উক্তি জানার জন্য অনেক
জায়গায় খোঁজাখুঁজি করছেন।কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। আমি স্টেপ বাই স্টেপ
ভ্রমণ নিয়ে স্ট্যাটাস, ভ্রমণ নিয়ে উক্তি জানানোর চেষ্টা করব। আপনি যদি ভ্রমণ
নিয়ে স্ট্যাটাস ও ভ্রমণ নিয়ে উক্তি বিস্তারিত আরো অনেক বিষয় জানতে চান তাহলে
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আপনার কাঙ্খিত প্রশ্নের সদুত্তর
পেয়ে যাবেন।
প্রিয় পাঠক এই আর্টিকেলে শুধু ভ্রমণ নিয়ে স্ট্যাটাস এবং ভ্রমণ নিয়ে
উক্তিসম্পর্কেই আলোচনা করা হয় নাই এছাড়াও আরো অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করা
হয়েছে যদি আপনি জানতে চান তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে
পড়ুন ।
পোস্ট সূচিপত্রঃ ভ্রমণ নিয়ে স্ট্যাটাস - ভ্রমণ নিয়ে উক্তি
ভূমিকা
এই আর্টিকেলে ভ্রমণ নিয়ে স্ট্যাটাস ,ভ্রমণ নিয়ে উক্তি,ভ্রমণ নিয়ে ক্যাপশন,
ভ্রমণ নিয়ে কবিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি প্রতিটা পয়েন্ট
বিস্তারিত ভাবে জানতে চান তাহলে অবশ্যই আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়ুন প্রথম
থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি অনায়াসে আপনার প্রশ্নের উত্তর পেয়ে
যাবেন।
ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
প্রিয় পাঠক, আমি আপনাদের ভ্রমণ নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানান। আপনি হয়তো মনের
মত কোন ভ্রমণ নিয়ে স্ট্যাটাস খুজে পাচ্ছেন না। আমি আপনাদের খুব সহজ কিছু
স্ট্যাটাস সম্পর্কে জানাবো। কারন প্রতিটা মানুষেরই ভ্রমণ করা প্রয়োজন ভ্রমণ না
করলে অভিজ্ঞতা কমে যায়। প্রতিটা মানুষের অভিজ্ঞতা সারা জীবন ধাপে ধাপে প্রয়োজন
হয়। অভিজ্ঞতা এমন একটা জিনিস যার মধ্যে নেই সেই শুধু বুঝে। আপনারা দেখুন ভ্রমণ
নিয়ে কিছু স্ট্যাটাস।
আরো পড়ুনঃ শীতের পিঠা নিয়ে উক্তি ২০২৩
- প্রতিটা মানুষের জীবনকে উপভোগ করতে মাঝে মধ্যে ভ্রমন করা অনেক জরুরী। তাছাড়া জীবনে চলার ক্ষেত্রে জীবনের মানে হারিয়ে ফেলবে।
- মানুষ যদি আরামদায়ক ভাবে জীবন যাপন করতে চাই তাহলে সে কোনদিনই পৃথিবীর কোন রহস্য উদঘাটন করা তার দ্বারা সম্ভব হবে না। আপনি যদি অজানা কোনো ঠিক জানার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভ্রমণ করুন।
- আপনি যদি কোথাও ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দেন। তাহলে দেখবেন ভ্রমণের সময় অনেক ছোট ছোট বিষয় আপনার কাছে আনন্দদায়ক মনে হবে।
- ভ্রমণ করলে আপনি একটি আলাদা অভিজ্ঞতা অর্জন করবেন। কারণ ভ্রমণ করলে আপনি যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন।
- আপনাদের জীবন যাপন করার ক্ষেত্রে যখন দেখবেন আপনার জীবন একঘেয়ে হয়ে উঠেছে তখন আপনারা জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণ করতে বের হন। ভ্রমণটা হতে পারে আপনার আশপাশে অথবা দেশের বাহিরে যে কোন জায়গায়।
- অনেক সময় কাজ করতে করতে মনে হয় নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে যায়, আপনারা প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জন্য হলেও ভ্রমণ করুন। কারণ রেগুলার রুটিন আপনার জীবন কে স্থির করে দিচ্ছে। এভাবে আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে।
- ভ্রমণ মানুষের জীবনকে বরাবরি শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক ফুরফুরে হয়ে যায়।
- আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবন যাপন করা অতিষ্ঠ হয়ে গেছে। তারা অনেকে অর্থের অভাবে ভ্রমণ করতে পারে না অথবা অনেকের অর্থ থাকার পরেও কাজের প্রেসারে ভ্রমণ করতে পারে না।
- মানুষ ভ্রমণ না করলে জীবনের কোন মানে পায় না। জীবন যেন কিছুটা রোবটের মতোই চলে।
- আপনাদের জীবন-যাপনের জন্য রোমাঞ্চকর করা প্রয়োজন যা আপনার বা দ্বারা ভ্রমণ করার মাধ্যমে পেতে পারেন কারণ ভ্রমণের বিকল্প নেই। আপনি যখন আপনার জীবনকে উপভোগ করার জন্য বের হবেন তখন আপনি অবশ্যই নতুন কিছু শিখবেন।
- মানুষ যখন এক জায়গা থেকে আর এক জায়গায় ভ্রমণ করে তখন তার মধ্যে একটি আলাদা শক্তির সঞ্চয় হয়। ভ্রমণ না করলে এই শক্তি মানুষের মধ্যে কোন আসবে।
- মনের আশা-আকাঙ্ক্ষা মেটাতে মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ে। অজানা কিছু দেখার মাধ্যমে মানুষের জীবনে আলাদা কিছু অনুভূতি তৈরি হয়।
ভ্রমণ নিয়ে উক্তি
আমি আপনাদের ভ্রমণ নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানিয়েছে। এখন আমি আপনাদের ভ্রমণ
নিয়ে কিছু উক্তি করব। ভ্রমণ দিয়ে এবং স্ট্যাটাস প্রতিটা মানুষের একবার হলেও পড়া
উচিত। আমি ভ্রমণ নিয়ে যে উক্তিগুলো নিচে চমৎকার করে তুলে ধরেছি তা আপনাদের অনেক
ভালো লাগবে তাই আমি আপনাদের এই উক্তিগুলো পড়ার জন্য সুন্দর ভাবে লিখে দিলাম।
ভ্রমণ নিয়ে স্ট্যাটাস এবং উক্তি এগুলো আপনারা যদি পড়েন তাহলে অনেক উপকার হবে
কারণ এখানে অনেক মূল্যবান কথা লিখা আছে। আমি চেষ্টা করেছি আপনাদের এই স্ট্যাটাস
এবং উক্তিটা সুন্দর করে লিখতে। মানুষ মাত্রই ভুল হয় আমার লিখার মধ্যে যদি কোন
ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আরো পড়ুনঃ শীতের পিঠা নিয়ে উক্তি ২০২৩
- প্রচলিত উক্তি - ভ্রমণ ছাড়া কোন মানুষের মেধা বিকাশ সম্ভব নহে।
- প্রচলিত উক্তি - ভ্রমণ ছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধি হতে পারে না।
- আল হাদিস - তোমাদের মধ্যে কেউ যদি ধনী হতে চাও বেশি বেশি ভ্রমণ কর।
- সূরা নামল - পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে।
- সংগ্রহীত - একমাত্র ভ্রমণে রয়েছে আনন্দ আর অভিজ্ঞতার সমন্বয় ।
- সংগ্রহীত - ভ্রমন করে কেউ কখনো গরীব হয়ে যায়নি।
- সংগ্রহীত -ভ্রমণে যে অভিজ্ঞতা হবে,পৃথিবীর আর অন্য কোন কিছুতেই তা পাওয়া যাবে না।
- সূরা আনআম আয়াতঃ ১১ - বলে দাও তোমরা, পৃথিবীতে পরিভ্রমণ কর অতঃপর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছিল?
- আইসবপ - ভ্রমণ সার্থক।
- ইউজিল ফডোর - ভালো ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে না।
- টিম চাহিল - ভ্রমণের মাধ্যমে দূরত্বের চেয়ে বন্ধু গুলোকেই ভালো যাচাই করা যায়।
- মোহাম্মদ - তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না ,তুমি কত জায়গায় ভ্রমন করেছ সেটা বল ।
- মার্ট টোয়েম - কুসংস্কার ,গোঁড়ামি এবং সংকীর্ণতার জন্য ভ্রমণ হলো মহা ঔষধ।
- আন্টোইন বই সেন্ট এক্সুপেরি - যে সুখে ভ্রমণ করতে চাই, তাকে অবশ্যই হালকা ভ্রমণ করতে হবে।
- আন্ড্রে গইড - তীরে দৃষ্টি হারানোর সাহস না থাকলে মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না।
- ফ্রেয়া স্টাক - একটি অদ্ভুত শহরে একা জাগ্রত থাকা, অন্যরকম এক অনুভূতি।
- চিফ স্যআটএল - পদচিহ্ন ভুলে যাও আর স্মৃতিগুলো নিয়ে যাও।
- গুস্তাভে ফ্লুবাট - ভ্রমণ মানুষকে পরিমিত করে তোলে। আপনি দেখতে পান যে আপনি পৃথিবীতে কত ছোট জায়গা দখল করেছেন।
- দালাই লামা - প্রতিবছর এমন একটা জায়গা ভ্রমণ করা উচিত যেখানে এর আগে কখনোই যাওয়া হয় নাই।
- সেন্ট অগাস্টাইন - পুরো পৃথিবী একটি বই, এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এক একটি পৃষ্ঠা পড়ে।
- অনিতা দেশাই - আপনি যেখানেই যান না কেন,সেটাও কোন না কোন ভাবে আপনার অংশ হয়ে যায়।
- সেনেকা - ভ্রমণ এবং স্থান পরিবর্তন মনে নতুন উদ্যান যোগায়।
- পিটার ইয়েগ - ভ্রমণ সকল মানুষের আবেগকে বাড়িয়ে তোলে।
- সান্দ্রা লেক - বয়সের সাথে বুদ্ধি আসে। ভ্রমণের সাথে অভিজ্ঞতা আসে।
- রে ব্র্যাডবেরি - আমরা রোমান্সের জন্য ভ্রমণ করি আমরা স্থাপত্যের জন্য ভ্রমণ করি এবং ভ্রমন করি হারিয়ে যাবার জন্য।
ভ্রমণ নিয়ে ক্যাপশন
এবার আমি আপনাদের সাথে ভ্রমণ নিয়ে কিছু সুন্দর সুন্দর ক্যাপশন লিখেছি। আমি আশা
করছি আপনাদের ভালো লাগবে। কারণ ভ্রমণ প্রতিটা মানুষের জীবনকে একটু আলাদাভাবে
সুন্দর করে তোলে। প্রতিটা মানুষের ভ্রমণ করাটা প্রয়োজন ভ্রমণ করলে তার মানসিক
সমস্যা হবে না। কারণ এখনকার মানুষের মানসিক সমস্যা বেশি। আপনারা দূরে কোথাও যেতে
না পারলেও কাছাকাছি ঘোরাঘুরি করতে পারেন এতে মন অনেক ফ্রেশ হয়। যদি আপনাদের ভালো
লাগে তাহলে অবশ্যই আমাদের এ ওয়েব সাইট সবার সাথে শেয়ার করুন। কারণ একটি
ওয়েবসাইট তৈরি করতে একটা এডমিন এর কতটা কষ্ট হয়, যার ওয়েবসাইট সেই জানে। এখন
দুটি হলেও ক্ষমা করে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন।
আরো পড়ুনঃ শীতের পিঠা নিয়ে উক্তি ২০২৩
- আপনি যদি ভ্রমণ করার জন্য একটা এগিয়ে দেন তাহলে দেখবেন আপনি শত শত মাইল ভ্রমণ করছেন। দেখবেন আপনার মনের মধ্যে একটি আলাদা উত্তেজনা তৈরি হয়েছে।
- আপনি আপনার জীবনে যতই ভ্রমণ করেন যেভাবেই ভ্রমণ করেন আপনি সেখান থেকে কোন সময় ঠকবেন না। দেখবেন আপনার মন একটি নতুন আপনাকে আবিষ্কার করেছে।
- আমরা জানি প্রতিটা মানুষের সময়ের অনেক মূল্য এর মধ্যে আপনারা কিছু সময় ভ্রমণে ব্যয় করুন। তাহলে দেখবেন আপনার মনে হবে না আমার সময়ের কোন অপচয় হয়নি।
- আপনি ভ্রমণ শেষ করে যখন ঘরে ফিরে আসবেন তখন দেখবেন আপনার ভ্রমণ কালে সকল স্মৃতি আপনাকে অনেক আনন্দ। তখন আপনার মনে হবে প্রতিটা মানুষের ভ্রমণ করা প্রয়োজন।
- আপনি পাহাড়, নদী, সমুদ্র এসকল প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে অনেক সান্নিদ্ধ করে তুলবে। আপনি এ সকল সুন্দর প্রকৃতির মায়ায় পড়ে যাবেন।
- আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে ভ্রমণ কালের সকল স্মৃতি আপনার বৃদ্ধ বয়সে আনন্দদায়ক কিছু মুহূর্ত হবে।
- আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অনেক বাধা ও আইন কানুন ভেঙে অজানা কে জানতে বেরিয়ে যাচ্ছে। এই ভ্রমণ মানুষকে হিমালয় পর্বত জয় করতে শিখিয়েছে।
- প্রতিটা মানুষেরই উচিত সারা জীবনে একবার হলেও ভ্রমন করার চেষ্টা করা। জীবনের সকল গতানুগতিক জীবনধারা থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে।
- আপনাদের যখন বয়স অল্প থাকে, তখন আপনাদের বেড়ানোর চাহিদা বেশি থাকে, বয়স বাড়ার সাথে সাথে চাহিদাও কমে যায়। তাই প্রতিটা মানুষের যৌবনকালেই ঘোরাঘুরি করা উচিত এতে সারা দুনিয়ার সকল রহস্য সম্পর্কে জানতে পারবে।
- আপনি যদি আপনার জায়গায় আবদ্ধ হয়ে থাকেন। তাহলে শুধু আপনি আপনার জীবনে একটি পৃষ্ঠায় পড়তে পেরেছেন।আর আপনি যদি ভ্রমণ করতে বের হন তাহলে আপনি সারা পৃথিবীটাকে একটি সুন্দর বই স্বরূপ দেখতে পাবেন।
ভ্রমণ নিয়ে কবিতা
আমি আপনাদের মাঝে ভ্রমণ নিয়ে উক্তি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস ভ্রমণ নিয়ে ক্যাপশন
সকল বিষয়ে জানিয়েছি এবার আমি আপনাদের সাথে ভ্রমণ নিয়ে সুন্দর তিনটা কবিতা
সুন্দরভাবে তুলে ধরবো।আপনারা হয়তো অনেকে ভ্রমণ নিয়ে কবিতা জানতে চাচ্ছেন কিন্তু
জানতে পারছেন না আবার আপনার অনেক আত্মীয়-স্বজন আছে তারা এ বিষয়ে জানতে চাই দয়া
করে তাদের সঙ্গে শেয়ার করবেন।
যমুনা নদী ভ্রমণ
রাসেল সরকার
যমুনা নদী করিনু ভ্রমণ
আর কোন নদ-নদী কি আছে অমন?
প্রাকৃতিক সৌন্দর্যের কি যে বাহার
বুকে আগলে রাখে অজস্র আহার!
থৈ থৈ করে জল পুরো বর্ষা ঋতু ভর
হেমন্তে জাগে নদীগর্ভে থোকায় থোকায় বালুর চর।
তীরের মাটি গর্ত করে ঘর বাধে মাছরাঙ্গা
কাশফুলে কাশফুলে ছেঁয়ে যায় দুই ধারের ডাঙ্গা।
বক, পানকৌরী উড়ে বেড়ায় দিনভর
আকাশে পানে চেয়ে পাইনা শেষ প্রান্তর!
ক্ষণিক পরপর শ্বাস নিতে শূশূকের লাফালাফি
হঠাৎ কখন পানি ছুঁয়ে উড়ে গেলো ডাহুক পাখি!
কত নৌকা, স্টিমার চলে আরো জাহাজ শত
জাল পেতে জেলেরা মাছ ধরে দিনরাত্র।
একটু পরেই নদীর তীরে দেখা গেলো সূর্যাস্ত
সারাদিনের কোলাহল নিস্তব্ধতায় হলো শান্ত!
ভ্রমণ
শাহানারা সুলতানা তানিয়া
একটা দীর্ঘ ভ্রমণের জন্য ঠিকানা চাই
নাম চাই, উদ্দেশ্য চাই, সংগী চাই
এবং
চাই একজন ভ্রমণকারী,
পথের সঠিক পরিমাপ জানা আছে যার ।
এদিকে কিনা,
দিনক্ষণ ঠিক করে বসে আছেন বিধি
নিয়ম তো কালঘড়ির ব্যস্ততম কাঁটা ।
তাল মিলাতে ক্লান্তির ছাপে নিজেকেই ভুলেছি
হারিয়েছি কতগুলো মধ্যবিত্ত মনোকামনা,
হয়তো তারা জানতোনা
এখনো বিকেলের নামে একটি প্রার্থনা হয় ।
অথচ,
আমাদের ভ্রমণগুলো কেবলই বস্তুময় ।
একটা দীর্ঘ পথ
কেবলই জটিলতা শিকারে দৌড়ে চলে
দিন শেষে সামান্যতম বিশ্বাসের আঁচ পেলেও
একটা নিঃশ্বাস অসমাপ্ত পথে পরিচালিত হয় ।
ভ্রমণ নিয়ে কবিতা
অরণ্য
ভ্রাতার প্রতি ভালবাসা আছে অনেক বিশ্বাস
ভায়া যখন সামনে আসে ফেলি দীর্ঘ নিশ্বাস,
ভাইকে আমি ডাকলাম ভ্রমণ করবো বলে
একি সাথে ঘুরবো মোরা যাব দুজন চলে।
অবশেষে সহোদর এল দিল সে দেখা
হাসি ঠাট্টা আর গল্প গুজোব সবই হলো শেখা,
জিন্স প্যান্ট আর টিসার্ট সঙ্গে একটা বাইক
চোখে আছে সানগ্লাস মুখে সিগারেটের পাইপ।
একটু খানি এগিয়ে দেখি সামনে একটা নদী
অনেক তাড়া আছে মোদের তরী আসে যদি,
অবশেষে নাও এলো আছি আমরা দুজন
যাব কোথায় হারাব কোথায় জানে আর কজন।
তটিনী পার করেই চেপে গেলাম বাইকে
ছুটলাম পলসন্ডার দিকে এবার মোদের দেখে কে,
একটু থামার সময় নেই ছুটছি পবন গতিতে
কার্য কলাপ ঘটছে যা কিছু দুজনের সমমতিতে।
এদিক ওদিক দেখছি মোরা লক্ষ্য ছিল নারী
আজ মোরা দেখিয়ে দেবো অনেক কিছুই পারি,
দুদিকে সুন্দর দৃশ্য মধ্যে খানে ফাঁকা রাস্তা
গাড়িতে বসে খাচ্ছি বাদাম আর পাস্তা।
একটু পরে থেমেই মোরা তুললাম অনেক ছবি
দিগন্তের দিকে চেয়ে দেখি আমিও তো একজন কবি,
পথের ধারে বসে দেখি যত দুর যাই দৃষ্টি
সবুজ ক্ষেত বহুরূপ সাজে প্রকিতিরই সৃষ্টি।
দোকানে গেলাম আমি কিনলাম অনেক খাবার
খাওয়ার পরে ছুটলাম যেখানে ছিল যাবার,
সামনে এগিয়ে দেখি এমন একটি মেয়ে
প্রতিমার সাজে দাঁড়িয়ে আছে সারা জগৎ ছেয়ে।
এত সুন্দর দেখতে যে মুখ ফেরানো গেলনা
এমন রূপময় কামিনী কোথাও খুঁজে পাবোনা,
চোখে চোখে কথা হলো মনে আছে মিল
বুকের ভিতর ঘন্টা বাজে ছুড়লাম মারুতে ঢিল।
আমায় দেখে সে একটু খানি দিল মুচকি হাসি
ভাবলাম এইবার বলেই ফেলবো তোমায় ভালবাসি,
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল নীল পরির বেশে
তার কাছে যেতেই হারিয়ে গেলাম এক ভিন্ন রঙ্গিন দেশে।
তাকে প্রপোস করতে পারলামনা আমি একটা গাধা
অনন্তকাল ভালবেসে যাব থাকবেনা কোনো বাঁধা,
তোমার প্রেমের ছোঁয়া পেয়ে ধন্য হলো জীবন
সুখে থেকো ও রমণী তুমি সফল হলো ভ্রমণ।
শেষ কথা
এই ওয়েবসাইটের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, এই
ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।ভ্রমণ নিয়ে স্ট্যাটাস, ভ্রমণ নিয়ে উক্তিএরকম
আরো অনেক নতুন নতুন আর্টিকেল দেখতে চাইলে এই ওয়েবসাইটের সাথে থাকুন। আপনাদের
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ওয়েবসাইটের আর্টিকেল পড়ার সুযোগ করে দিন।