বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর রাজশাহী

 

প্রিয় পাঠক রাজশাহী সম্পর্কে আপনি জানার জন্য বেশ অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন কিন্তু কোথাও এর সদর খুঁজে পাচ্ছেন না আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ রাজশাহী সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনি যদি রাজশাহী সম্পর্কে আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি মন সহকারে পড়তে থাকুন।

প্রিয় পাঠক এখানে শুধুমাত্র রাজশাহী নয় আরো অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যদি আপনি সেগুলো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনাকে নিচের পয়েন্ট গুলো ফলো করতে পারেন।

পোস্ট সূচিপত্র:বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর রাজশাহী 

ভূমিকা 

প্রিয় পাঠক আমাদের আর্টিকেলে রাজশাহী গ্রীন ক্লিন সিটি ও বিশ্ব বিখ্যাত শহর ,  রাজশাহী কিসের  জন্য বিখ্যাত, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, কোন ফলের জন্য বিখ্যাত, রাজশাহী থানা কয়টা রাজশাহী রাতে দেখতে কেমন সবিস্তারে জানতে পারবেন।

রাজশাহী কিসের জন্য বিখ্যাত

রাজশাহী অঞ্চলের অন্যতম জনপ্রিয় ফল হচ্ছে আম যেটা শুধু রাজশাহীতেই নয় পুরা দেশের সব বিভাগই সব জেলায় মানুষ অত্যন্ত পছন্দ করে রাজশাহীর মিষ্টি আম । এই আমের অনেকগুলো নাম রয়েছে ল্যাংড়া, ফজলি, হিমসাগর যা স্বাদে গন্ধে ভরা। রাজশাহী আকর্ষণীয় বস্ত্র রেশমি পোশাক যা বিশ্বের সব দেশেই সুনাম অর্জন করেছে । এছাড়াও রাজশাহীকে শিক্ষা নগরী বলা হয়।

রাজশাহীর বিখ্যাত স্থান

  • পদ্মার পাড় জিরো পয়েন্ট থেকে অনুমানিক আধা কিলো দক্ষিনে পদ্মা নদী। সেই পদ্মা নদীর পাড়ে রয়েছে একটি দর্শনীয় স্থান। তার নাম পদ্মা গার্ডেন যা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ।
  • বাঘা মসজিদ। সেই মসজিদটি রাজশাহী জেলার বাঘা থানায় অবস্থিত অনেক পুরনো মসজিদ যার পাশে একটা বহুৎ বড় দিঘী রয়েছে যা দেখতে অনেক সুন্দর।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় যার রাজশাহী বাস স্ট্যান্ড থেকে তিন-চার কিলোমিটার পূর্ব দিকে  বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর ও অনেক বড় জায়গার উপর অবস্থিত।
  • রাজশাহী মেডিকেল কলেজ । যে মেডিকেল কলেজে জরুরী চিকিৎসা বিভাগ রয়েছে যেই জরুরি বিভাগে রোগী পৌঁছানোর সঙ্গে সঙ্গে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। ভর্তির প্রয়োজন হলে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একটি আউটডোর রয়েছে যেখানে সাধারণ চিকিৎসা প্রদান করা হয়। সাথে মেডিকেল কলেজ রয়েছে যেখানে ছাত্ররা পড়াশোনা করে ডাক্তার হয়। রাজশাহী মেডিকেল কলেজ দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। 
  • শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা।
  • জিয়া শিশু পার্ক।
  • রাজশাহী জাদু ঘর।
  • রাজশাহী কলেজ।
  • শাহ মখদুম রূপসরহমতুল্লাহি আলাইহির মাজার ও তার দক্ষিণে রয়েছে সুবিশাল আকাশ জুড়ে মনোরম পরিবেশে পদ্মা নদী।

এশিয়ার পরিচ্ছন্ন শহর রাজশাহী

বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী সবচেয়ে  দূষণমুক্ত শহর রাজশাহী। অনেকের কাছেই এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী বলে বিবেচনা করেছেন। এই শহরে সকাল বেলায় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন পাওয়া যায় রাতেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় , দূষণমুক্ত রাখার চেষ্টা করা হয়। রাজশাহীর প্রতিটি রোড সুন্দর। রোডের দুপাশ দিয়ে রয়েছে সুন্দর ড্রেন এবং প্রতিটা রোডেই রয়েছে সুন্দর লাইটের ব্যবস্থা যা রাত্রে চললে মনে হয় যেন পুরো দিন। রাজশাহীকে গ্রীন ও ক্লিন সিটি বলা হয়।

রাজশাহী কোন ফলের জন্য বিখ্যাত

রাজশাহী আম ফলের জন্য বিখ্যাত। রাজশাহীতে সব ধরনের আম পাওয়া যায় যেগুলো খেতে সুস্বাদু এবং মিষ্টি, গন্ধে স্বাদে ভরা রাজশাহীর আম। সব জেলাতেই ট্রাকে গাড়িতে করে চলে যাই। বিদেশেও রপ্তানি হয় রাজশাহীর আম। রাজশাহীর আমেরচাহিদা বহিঃ বিশ্বেও রয়েছে। রাজশাহীর আমে যেমন রয়েছে সাধে গন্ধে ভরা তেমনি রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। আমের সিজনে আম খেলে ঘুম ভালো হয়।

রাজশাহী জেলার ইতিহাস ও ঐতিহ্য

বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণ-পশ্চিমে রাজশাহী একটি জেলা। এই জেলা নয়টি উপজেলা নিয়ে গঠিত হয় ভৌগোলিকভাবে রাজশাহী জেলার দক্ষিণে ভারত উত্তরে নওগাঁ পশ্চিমে চাপায় নবাবগঞ্জ পূর্বে নাটোর। রাজশাহীতে যে পদ্মা নদী রয়েছে সেই পদ্মা নদীই ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে ভাগ হয়ে এসেছে। পদ্মা নদীর তীরে যে শহরগুলো অবস্থিত তার মধ্যে রাজশাহী একটি বড় শহর। পদ্মা নদী একটি দীর্ঘতম নদী । 
এ নদীর দৈর্ঘ্য ৩৬৬ কিলোমিটার । এই শহরের প্রাচীন নাম মহাকালগড়। রাজশাহীর জনবসতি হাজার হাজার  বছরের পুরনো ঐতিহ্য বহন করে। মুঘল ইংরেজরা এ অঞ্চল শাসন প্রতিষ্ঠা করে। রাজশাহী পদ্মা নদীর আবহাওয়া অত্যন্ত সুন্দর, মনোরম পরিবে্‌শ, যে রাজশাহীতে যে পর্যটক আসে সে আর রাজশাহী থেকে যেতে চায়না ।রাজশাহী একটি বসবাস উপযোগী শহর।সবুজ শ্যামল সুন্দর নগরী রাজশাহী । 

রাজশাহী জেলার থানা

  • বোয়ালিয়া
  • রাজপাড়া
  • শাহ মখদুম
  • চন্দ্রিমা
  • এয়ারপোর্ট
  • কর্ণহার
  • গোদাগাড়ী
  • মোহনপুর 
  • বাগমারা
  • চারঘাট
  • উঠিয়া
  • দুর্গাপুর
  • বাঘা
  • তানোর

রাতের শহর রাজশাহী

ধূলিকণা মুক্ত বিশুদ্ধ বায়ু বিভাগীয় শহর রাজশাহী শহর রাতে রাস্তা দিয়ে চললে রাত মনে হয় না মনে হয় যেন দিনের আলোতেই চলছি ।বিশেষত রাজশাহীর হাটঘাট বাজার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি আধুনিক আলোয় আলোকিত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহীর সিটি কর্পোরেশনের মাননীয় সুযোগ্য নেতা শহীদ কামারুজ্জামান এর সুযোগ্য পু ত্র মাননীয় খাইরুজ্জামান লিটন উনি এই আধুনিক রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যে কাজগুলো দেখলেই দৃষ্টিনন্দন মনে হয়।

মন্তব্য

আপনি এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন রাজশাহী একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী পাশেই একটি সুন্দর মনোরম পরিবেশের পদ্মা নদী রাস্তাঘাট গুলো অনেক সুন্দর। আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে অন্যদেরকে অবগত করানোর জন্যশেয়ার করুন ।আর নতুন নতুন আর্টিকেল পেতে নিয়মিত এই ওয়েবসাইটটি ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url