মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি - মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত জেনে নিন
প্রিয় পাঠক আপনি মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি ও মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত?
জানার জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন কিন্তু কোথাও সদুত্তরখুঁজে পাচ্ছেন
না। আমি আপনাকে স্টেট বাই স্টেপ মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি ও মেট্রোরেলের
যাত্রী ক্ষমতা কত জানানোর চেষ্টা করব। যদি আপনি মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি ও
মেট্রোরেলের যাত্রী ক্ষমতা এবং পাতাল রেল সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে চান তাহলে
আর্টিকেলটি পড়তে থাকুন। আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
প্রিয় পাঠক এই আর্টিকেলে মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি ও মেট্রোরেলর যাত্রী
ক্ষমতা কত শুধু এ নিয়েই আলোচনা করা হয় নাই ।এছাড়াও আরো অনেক পয়েন্ট নিয়ে
আলোচনা করা হয়েছে যদি আপনি সে পয়েন্টগুলো সবিস্তারে জানতে চান তাহলে আর্টিকেলটি
শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃমেট্রোরেল প্রথম স্টেশন কোনটি - মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত?
- ভূমিকা
- পাতাল রেল সাধারণ জ্ঞান
- মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত?
- মেট্রোরেল কোথায় থেকে কোথায় যাই
- মেট্রোরেল কত কিলোমিটার চালু হয়েছে
- মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি
- শেষ কথা
ভূমিকা
এই আর্টিকেলে পাতাল রেল সাধারণ জ্ঞান , মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত , মেট্রোরেল
কোথায় থেকে কোথায় যাই মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি ইত্যাদি সম্পর্কে
সুবিন্যস্ত ভাবে আলোচনা করা হয়েছে। যদি আপনি পাতলরেল সম্পর্কে সুন্দর ধারণা নিতে
চান তাহলে আর্টিকেলটি পয়েন্ট অনুযায়ী পড়তে থাকুন।
পাতাল রেল সাধারণ জ্ঞান
পাতাল রেল এমন একটি যানবাহন ,যেই যানবাহনে যানজট বিহীন এক জায়গা থেকে অন্য
জায়গায় যাওয়া যায় এবং দ্রুত সময়ে যাওয়া আসা করা যায় ।পাতাল রেল মাটির নিচ
দিয়ে চলে। ঢাকা মেট্রো রেল বাংলাদেশ একটি মেঘা প্রকল্প। যা বাস্তবায়ন করার মধ্য
দিয়ে ঢাকা জ্যামের অবসান ঘটবে। চলমান হবে ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের সুযোগ
সুবিধা ।তাই আসুন জেনে নেওয়া যাক পাতাল রেল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান।
বিশ্বের মধ্যে সর্বপ্রথম পাতাল রেল কোন শহরে চালু হয়?
উত্তরঃ লন্ডন
ঢাকা মেট্রোরেল প্রকল্পের নাম কি
উত্তরঃমাস রেপিড ট্রানজিট
ঢাকা মেট্রো রেল প্রকল্পের প্রথম বাজেট কত করা হয়
উত্তরঃ ২১ হাজার ৯ ৮৫ কোটি ৫৯ লক্ষ টাকা
মেট্রোরেল তৈরির উদ্যোগ কত সালে নেওয়া হয়?
উত্তরঃ ২০১৩ সালে মেট্রোরেল তৈরিতে উদ্যোগ নেওয়া হয়
মেট্রোরেল মেট্রোরেল তৈরির সহযোগী সংস্থার নাম কি
উত্তরঃ জায়কা সংস্থা
মেট্রোরেলের বাজেট পাস হয় কত সালে?
উত্তরঃ মেট্রো রেলের বাজেট পাস হয় ২০১৬ সালে
মেট্রোরেল সর্বপ্রথম কোন দেশে চালু হয়
উত্তরঃ পাতাল রেল সর্বপ্রথম মেট্রোরেল চালু হয় যুক্তরাজ্যে
এশিয়া মহাদেশে সর্বপ্রথম মেট্রোরেল চালু হয় কোথায়?
উত্তরঃ জাপানে
সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়?
উত্তরঃ সারভুক্ত দেশের মধ্যে মেট্রোরেল চালু হয় সর্বপ্রথম ভারতে
বাংলাদেশের মেট্রো রেল যাত্রা কোন সালে শুরু হয়?
বাংলাদেশের মেট্রোরেল যাত্রা ২০২২ সালে শুরু হয়
বাংলাদেশ মেট্রো রেলে প্রথম দিনে যাত্রী কতজন ছিল?
উত্তরঃ বাংলাদেশের মেট্রোরেলের প্রথম দিনের যাত্রীর সংখ্যা ছিল ৩৮৫৭ জন
বাংলাদেশে মেট্রোরেলের প্রথম নারী চালক কে ছিল?
উত্তরঃ বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালক ছিলমারিয়ম আফিজা
বাংলাদেশের মেট্রোরেলের লোগো ডিজাইনার কে ছিল?
উত্তরঃ বাংলাদেশের মেট্রো রেলের লোগো ডিজাইনার আলী আহসান নিশান
যারা সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য আবেদন করেন তাদেরকে যে
সমস্ত মেট্রো রেল সম্পর্কে পরীক্ষা নেওয়া হয় তার সংক্ষিপ্ত রূপ নিম্নে দেওয়া
হলো।
মেট্রোরেলের সর্বপ্রথম নারী স্টেশন অপারেটর কে ছিলেন
ক) খাদিজা আক্তার
খ) মাহমুদ হাসান
গ)মরিয়ম আফিজা
ঘ)আসমা আক্তার
মেট্রোরেলের চালকের পদটির নাম কি
ক) স্টেশন কন্ট্রোলার
খ) স্টেশন অপারেটর
গ)ট্রেন অপারেটর
ঘ)ট্রেন চালক
বাংলাদেশের মেট্রো রেলের সর্বপ্রথম নারী চালক কে
ক)মারিয়াম আফিজা
খ)রাইমা সুলতানা
গ)সুলতানা ইয়াসমিন
ঘ)আসমা আক্তার
মেট্রো রেলের বগিগুলো অর্থাৎ কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে
ক)ভারত
খ)পাকিস্তান
গ)জাপান
ঘ)চীন
মেট্রো রেলের কোন প্রতিষ্ঠান অর্থায়ন করে
ক)বাংলাদেশ বিশ্ব ব্যাংক
খ)লাইকা
গ)জায়কা
ঘ)ডিএমডিসি
পাতাল রেল স্টেশনের সংখ্যা কয়টি
ক)১৫টি
খ)২০টি
গ)২২টি
ঘ)১৭টি
মেট্রোরেল প্রকল্পের সরকার কোন প্রতিষ্ঠান দায়িত্বে রয়েছে
ক)CMTCL
খ)BMTCL
গ)DMTCL
ঘ)KMTCL
পাতাল রেলের প্রথম ট্রেন দেশে আসে কোন তারিখে
ক)২৮শে মার্চ ২০২১
খ)২০ শে মার্চ২০২১
গ)৩১ শে মার্চ২০২১
ঘ)২৬ শে মার্চ২০২১
বাংলাদেশের কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ গুলো দেশে ঢুকে
ক)চট্টগ্রাম বন্দর
খ)পায়রা বন্দর
গ) মোংলা বন্দর
ঘ)হিলি বন্দর
মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত?
মেট্রোরেলে যাত্রী ক্ষমতা ঘন্টায় ৬০ হাজার ।মেট্রোরেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে ট্রেনের দুই
প্রান্তরে দুটি কোচ রয়েছে। যে দুটি কোচের ভেতরে ৪৮ জন বসে আর বাকি ৩২৬ জন
যাতায়াত করতে পারে।আর মাঝখানে যে চারটি কোচ রয়েছে সেই কোচ গুলোর প্রতিটি কোচে
৫৪ জন বসে এবং ৩৬৬ জন দাঁড়িয়ে যাতায়াত করতে পারে। ছয় কোচের সব মিলিয়ে ২৩০৮
জন যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবে। এর মধ্যে বসার সুযোগ পাবেন শুধুমাত্র
৩১২ জন।
মেট্রোরেল কোথায় থেকে কোথায় যাই
মেট্রোরেল কোথায় থেকে কোথায় যায় আসুন জেনে নেওয়া যাক ঢাকা উত্তরা থেকে
ট্রেনে যাত্রা শুরু হয় মতিঝিল গিয়ে মেট্রোরেলের যাত্রা শেষ হয় । পুনরায়
মতিঝিল থেকে যাত্রা শুরু হয় উত্তরায় গিয়ে যাত্রা শেষ হয়। সাথে সাথে আমরা এটাও
জেনে নিই। বাসের বিশেষ লেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরার মধ্যে
দিয়ে গাজীপুরে যাই।
মেট্রোরেল কত কিলোমিটার চালু হয়েছে
মেট্রোরেল কত কিলোমিটার চালু হয়েছে তা জেনে নেওয়া যাক উত্তরা থেকে মতিঝিল
পর্যন্ত ২১. ২৬ কিলোমিটার ।ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুব সহজে ,
খুব অল্প ভাড়ায় , এবং খুব কম সময়ের মধ্যে অনায়েসে যাতায়াত করা যায় এতে যানজট
মুক্ত থাকা যায় মন ফ্রেশ থাকে।
মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি
মেট্রোরেল প্রথম স্টেশন কোনটি ।উত্তরা নর্থ থেকে মতিঝিল পর্যন্ত ১৭টি স্টেশন
রয়েছে। তার মধ্যে প্রথম স্টেশন ঢাকার উত্তরা নর্থ স্টেশন।
শেষ কথা
এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আমি জানতে পেরেছেন বাংলাদেশের মেট্রোরেল প্রথম
স্টেশন কোনটি ও মেট্রোরেলের যাত্রী ক্ষমতা কত মেট্রোরেল কত কিলোমিটার চালু হয়েছে
, মেট্রোরেল সাধারণ জ্ঞান ইত্যাদি । যদি আপনার কাছে আর্টিকেলটি ভালো লেগে থাকে
তাহলে যারা মেট্রোরেল সম্পর্কে জানেনা তাদের কাছে দয়া করে শেয়ার করুন। আর নতুন
নতুন আর্টিকেল পেতে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন