পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি - নামাজের সুন্নত কয়টি জেনে নিন

 প্রিয় পাঠক নামাজ একটিগুরুত্বপূর্ণ ইবাদত .। ইবাদতের মধ্যে অনেক মাসআলা-মাসায়েল আছে। যা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি তা জানার জন্য আপনি অনেক জায়গায় দেখেছেন ও জিজ্ঞাসা করেছেন। আমি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি তা স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি ওনামাজের সুন্নত কয়টি ও কি কি বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে পড়তে থাকুন আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি - নামাজের সুন্নত কয়টি  জেনে নিন

প্রিয় পাঠক এই আর্টিকেলে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি ও কি কি এটা নিয়েই আলোচনা করা হয় নাই এছাড়াও আরো অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে যদি আপনি সে পয়েন্টগুলো বিস্তারিতভাবে জানতে চান তাহলে আর্টিকেলটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে 
পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি - নামাজের সুন্নত কয়টি জেনে নিন

ভূমিকা

এই আর্টিকেলে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি কি কি , নামাজের সুন্নত কয়টি ও কি কি ,নামাজের ওয়াজিব কয়টি ও কি কি, ওযুর ফরজ কয়টি ও কি কি ,গোসলের ফরজ কয়টি ও কি কি এ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যদি আপনি প্রতিটি পয়েন্ট খুব গুরুত্ব সহকারে পড়েন তাহলে মৌলিক নামাজের মাসায়েল গুলো জেনে যাবেন

পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি

পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের পরেই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে এবাদত করার জন্য কিছু শর্ত ও কিছু রোকন রয়েছে ।।যদি এইগুলো পালন না করা হয় তাহলে নামাজ নামে এবাদত । সেটি এবাদত বলে গণ্য হবে না। এমনকি তার নামাজি কবুল হবে না এজন্য আসুন জেনে নিই সেই শর্ত ও রোকনগুলো কি কি । তার নিম্নরূপ
নামাজের ভিতরে এবং বাহিরে ১৩ ফরজ
বাহিরে সাত ফরজ
  1. শরীর পাক
  2. কাপড় পাক
  3. নামাজের জায়গা পাক
  4. সতরঢাকা
  5. কেবলামুখী হওয়া
  6. ওয়াক্ত মত নামাজ পড়া
  7. নামাজের নিয়ত করা
নামাজের ভিতরে ৬ ফরজ
  1. তাকবীরে তাহরীমা বলা
  2. দাঁড়িয়ে নামাজ পড়া
  3. কেরাত পড়া
  4. রুকু করা
  5. দুই সেজদা করা
  6. আখেরি বৈঠক করা

নামাজের সুন্নত কয়টি

নামাজের মধ্যে অনেক সুন্নত রয়েছে তার মধ্যে কিছু সুন্নত রয়েছে সুন্নতে মুয়াক্কাদা সেই সুন্নাতে মুয়াক্কাদা 12 টি
  1. দুই হাত উঠানো
  2. দুই হাত বাধা
  3. সানা পড়া
  4. আউযুবিল্লা পড়া
  5. বিসমিল্লাহ পড়া
  6. বলা সূরা ফাতিহার পর আমিন বলা
  7. প্রত্যেক উঠাবসায় আল্লাহু আকবার বলা
  8. রুকুর তাসবিহ বলা
  9. রঘু থেকে উঠিবার সময় সামি আল্লাহ হুলিমান হামিদাহ ,রাব্বানা লাকাল হামদ বলা
  10. সেজদার তাসবীহ বলা আছে।
  11. দরুদ শরীফ পড়া
  12. দোয়ায়ে মাসুরা পড়া

নামাজের ওয়াজিব কয়টি

নামাজের ওয়াজিব গুলি যদি ভুলে ছুটে যায় তাহলে  সিজদা সাহু করে নিলে ,নামাজ হয়ে যাবে অন্যথায় নামাজ হবে না ।তাই আসুন জেনে নিন নামাজের ওয়াজিব গুলো কি কি তার নিম্নরূপ
নামাজের ওয়াজিব১৪ টি
  1. সূরায়ে ফাতেহা পড়া
  2. সূরায়ে ফাতিহার সঙ্গে একটি সূরা মেলানো
  3. রুকু সেজদায় দেরি করা
  4. রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো
  5. দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা
  6. মধ্যবর্তী বৈঠক করা( অর্থাৎ চার রাকাত নামাজের প্রথম বৈঠকে বসা)
  7. উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া
  8. ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া (অর্থাৎ মাগরিব , এশা , ফজর , উচ্চ আওয়াজে কেরাত পড়া জোহর ও আছর নিম্ন আওয়াজে কেরাত পাঠ করা)
  9. বিতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া
  10. দুই ঈদের নামাজে ৬ এবং৬ তাকবীর দেওয়া
  11. প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাত কে কেরাতের জন্য নির্দিষ্ট করা
  12. প্রত্যেক রাকাতের ফরজ গুলির তারতিব ঠিকানা রাখা
  13. প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তারতিব ঠিক রাখা
  14. আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ।

ওযুর ফরজ কয়টি

নামাজ পড়ার জন্য পূর্ববর্তী একটি শর্ত ওযু করা ওযু না করে নামাজ আদায় করলে, নামাজ আদায় হবে না অতএব আমরা জেনে নিই সে অজুর ফরজ হলো কি কি ?
ওযুতে চার ফরজ
  • সমস্ত মুখমন্ডল ধৌত করা
  • দুই হাতের কোনই সহ ধৌত করা
  • মাথা মাসেহ করা
  • দোনো পায়ের টাখনু সহ ধৌত করা

গোসলের ফরজ কয়টি

  • গোসলের ফরজ তিনটি
  • ভালোভাবে কুলি করা
  • নাকে পানি দেওয়া
  • সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করা

শেষ কথা

এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে নতুন আপনি জানতে পেরেছেন যে যে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি , নামাজের সুন্নত কয়টি ও কি কি ,ওযুর ফরজ, গোসলের ফরজ গোসলের ফরজ , ইত্যাদি যদি,আপনার কাছে আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ ও নামাজের সুন্নত কয়টি জানেনা। দয়া করে তাদের কাছে শেয়ার করুন আর নতুন নতুন আর্টিকেল পেতে পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url